ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

এমাবাপ্পেকে মদ্রিচের খোঁচা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মে ২৫, ২০২২
এমাবাপ্পেকে মদ্রিচের খোঁচা

দলবদল নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গ এমবাপ্পের আচরন মোটেও ভালোভাবে নেননি ক্লাবটির তারকা ফুটবলার লুকা মদ্রিচ। তা বুঝিয়ে দিয়েছেন সরাসরিই।

মৌসুম শেষেই রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে লুকার। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। প্রশ্ন উত্তরের এক পর্যায়ে পিএসজির তারকাকে সরাসরিই খোঁচা মেরেছেন মদ্রিচ।

এবারের মৌসুমে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার জোর সম্ভাবনা ছিল। সংবাদমাধ্যম গুলো জানিয়েছিল এমনটাই। এমবাপ্পেও নিজেও ইঙ্গিত দিয়েছিলেন মৌসুম শেষে শৈশবের প্রিয় ক্লাব রিয়ালের যোগ দেয়ার বিষয়ে। তবে শেষ মুহুর্তে পিএসজিতেই থাকবেন বলে জানিয়েছেন তিনি। তার এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। এবার সেই তালিকায় যোগ দিলেন লুকা মদ্রিচও।

রিয়াল মাদ্রিদে তার ভবিষ্যত নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মদ্রিচ। তার কাছে জানতে চাওয়া হয়েছিল এই মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে তার। আগামী মৌসুমে কি কোনও চমক অপেক্ষা করছে কিনা। নাকি এরই মধ্যে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করে ফেলেছেন মদ্রিচ? এমন কথার জবাবে মদ্রিচ বলেন, আমি চুক্তি নবায়ন করিনি। তবে আমি এমবাপ্পের মতন কিছু করবো না। আমি আশা করবো আমি আমার সিদ্ধান্তে আমার ক্লাবকে পাশে পাবো’। তিনি আরও বলেন, ‘ক্লাবের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো । আমি এর আগেও অনেক বার বলেছি রিয়ালেই আমি ক্যারিয়ারের ইতি টানতে চাই। কোনও চমক দেয়ার অপেক্ষায় নেই। ’

এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ না দেয়াতে ক্লাবের কোনও চিন্তা নেই বলে জানিয়েছেন মদ্রিচ। তিনি বলেন, আমরা এখন অন্য কিছু নিয়ে ভাবছি না। সামনে চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচ আমদের ভাবনা এখন শুধুই শিরোপা। ’

এমবাপ্পের সঙ্গে এখনোও রিয়াল মাদ্রিদের আলোচনা চলছে নাকি এমন প্রশ্নের উত্তরে মদ্রিচ বলেন, না এমন কোনও সম্ভাবনা নেই। আমরা এখনো কিছু জানি না। এই বিষয়ে নিয়ে এখন আর আলোচনা করতে চাইছি না। ’

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা,২৫ মে ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।