ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মিরপুরে থেমেছে বৃষ্টি, সরেছে আচ্ছাদন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মে ২৫, ২০২২
মিরপুরে থেমেছে বৃষ্টি, সরেছে আচ্ছাদন ছবি: শোয়েব মিথুন

লাঞ্চের ঘোষণা যখন আসে-তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিই ছিল। কিন্তু মিনিট দশেক পরই শুরু হয় ঝুম বৃষ্টি।

১২টায় শুরু হওয়া এই বৃষ্টি চলে আড়াই ঘণ্টার মতো। এরপর আস্তে আস্তে মাঠের ওপর থেকে সরে যায় আচ্ছাদন।

বিকেল তিনটার দিকে মাঠ এক দফা পরিদর্শন করে গেছেন দুই আম্পায়ার। এরপর আবার সাড়ে তিনটায় পরিদর্শনের জন্য আসবেন তারা। আউটফিল্ড পুরোপুরি শুকনা। মাঠ থেকে কাভার সরিয়ে নেওয়ার কাজ করে নিচ্ছেন মাঠকর্মীরা। মিরপুরের ড্রেনেজ সিস্টেম ভালো হওয়ায় আধঘণ্টার মধ্যেই খেলা আবার শুরু করা যাবে বলে মনে হচ্ছে।

শ্রীলঙ্কার দুই উইকেট তুলে নেওয়া গিয়েছিল দ্বিতীয় দিনেই, কিন্তু অধিনায়ক দিমুথ করুণারত্নে ছুটছিলেন সেঞ্চুরির দিকে। তাতে বাড়ছিল লঙ্কানদের রান বড় হওয়ার শঙ্কা। ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম ঘণ্টায়ই অবশ্য সাফল্য এনে দেন এবাদত হোসেন।

এরপর সাকিব আল হাসান করেন যেকোনো অফ স্পিনারের স্বপ্নের ডেলেভারি। কিন্তু এরপরই বাকিটা সময় স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা। লাঞ্চ বিরতির আগে অবধি ৪ উইকেট হারিয়ে ২১০ রান করেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মে ২৫, ২০২২
আরইউ/এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।