ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

নিজেদের সবটুকু দিয়ে লড়াই করতে হবে: কাবরেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মে ২৬, ২০২২
নিজেদের সবটুকু দিয়ে লড়াই করতে হবে: কাবরেরা ছবি: শোয়েব মিথুন

এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। কিন্তু এবারের আসরে তিন প্রতিপক্ষই সবদিক থেকে শক্তিশালী।

তাদের বিপক্ষে তাই সবটুকু দিয়ে লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা।  

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের তিন প্রতিপক্ষ মালয়েশিয়া, বাহরাইন ও তুর্কমেনিস্তান যথাক্রমে ৮৯তম, ১৩৪তম ও ১৫৪তম স্থানে রয়েছে। যেখানে বাংলাদেশের অবস্থান ১৮৮তম স্থানে। প্রতিপক্ষ বেশ এগিয়ে থাকার কারণে তাই জাদুকরী কিছু ঘটিয়ে ম্যাচ জেতারও আশা করছেন না কাভরেরা। উল্টো প্রতিটা মুহূর্তে লড়াই করেই প্রতিপক্ষকে ঘায়েল করার কথা জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ মে) সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, 'কোনো জাদুকরী কিছুর জন্য আমরা অপেক্ষা করছি না। আমাদের নজর শুধু আমাদের খেলার দিকেই। প্রতিটা দিন, প্রতিটা অনুশীলন সেশন আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। আমি ম্যাচের কথা বলছি। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে যেহেতু খেলছি, আমাদের মনোযোগ ঠিক রাখতে হবে। লড়াই করতে হবে। প্রতিটা সেকেন্ড, মিনিট, সেশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ’

বাছাইয়ে কী লক্ষ্য নিয়ে দেশ ছাড়ছে বাংলাদেশ দল সেটা এখনই চূড়ান্ত করেননি কাবরেরা। ধাপে ধাপে এগিয়ে যাওয়ার কথা বললেন এই স্প্যানিয়ার্ড, 'আমরা ধাপে ধাপে এগোতে চাই। আগের ইন্দোনেশিয়া ম্যাচে মনোযোগ দিতে হবে। দেখতে হবে সেই ম্যাচে আমরা কেমন খেলি। বাছাই পর্ব-ইন্দোনেশিয়া ম্যাচে আমাদের খেলা কেমন হবে সেটা নির্ভর করবে প্রতিটি খণ্ড লড়াইয়ে আমাদের মানসিকতার ওপর। যদি ৯০ মিনিটে প্রতিপক্ষের ওপর আপনি মনোযোগ হারান তাহলে তারা আপনাকে ঘায়েল করবে। ’

লড়াইয়ের বিকল্প কিছুই দেখছেন না জাতীয় দলের এই কোচ। তিনি মনে করেন লড়াই করতে পারলে সুযোগ আসবেই, ‘আমাদের দলের সামনে দারুণ সুযোগ নিজেদের প্রমাণ করার। আমরা যে বড় দলের বিপক্ষে খেলতে প্রস্তুত সেটা বুঝিয়ে দেওয়ার। আর এটা ধাপে ধাপে, ম্যাচের পর ম্যাচ বুঝে খেললে সম্ভব। আর এটাই আমাদের লক্ষ্য। যদি লড়াই করতে পারি তাহলে আমাদের সুযোগ আসবেই। সবার আগে আমাদের লড়তে হবে। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলা আমাদের জন্য ভালো চ্যালেঞ্জেরই হবে। দেখা যাক কী হয়। ’

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মে ২৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।