ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

পুরস্কৃত করা হলো শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবলারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, মে ২৮, ২০২২
পুরস্কৃত করা হলো শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবলারদের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে সন্তোষজনক পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করা হলো শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবলারদের।

আজ শনিবার ক্লাব অফিসে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেয় বসুন্ধরা গ্রুপ।

শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডিরেক্টর অব ফাইন্যান্স মোহাম্মদ ফখরুদ্দীন, অ্যাডভাইজার অব মিডিয়া মোহাম্মদ আবু তৈয়ব এবং বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।  

পিছিয়ে পড়া ফুটবলকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এরই ধারাবাহিকতায় ফুটবলারদের উৎসাহ বাড়াতে প্রতিবারের মতো খেলোয়াড়দের হাতে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার আগ্রহ বাড়ায় খেলোয়াড়দের। এমন পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় থাকলে ক্লাব মালিকদের পক্ষ থেকে পুরস্কার অব্যাহত থাকবে বলে জানান বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

চলতি প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে শেখ রাসেল।  

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মে ২৮, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।