ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

আজ স্পেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জুন ২, ২০২২
আজ স্পেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল

কঠিন চ্যালেঞ্জের সামনে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। আজ বৃহস্পতিবার (২ জুন) উয়েফা নেশন্স লিগে স্পেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।

প্রতি গ্রুপের চ্যাম্পিয়নরা শেষ চারে জায়গা করে নেবে। তাই স্পেনের বিরুদ্ধে জয় দিয়েই অভিযান শুরু করাই লক্ষ্য পর্তুগালের। গ্রুপ ‘বি’র বাকি দু’টি দল চেক প্রজাতন্ত্র ও সুইজারল্যান্ড। পাশাপাশি চলতি বছরের শেষে হতে চলা বিশ্বকাপের কথা মাথায় রেখে টিম কম্বিনেশনের উপর জোর দিতে চাইছেন কোচ ফার্নান্দো সান্তোষ।

ক্লাব ফুটবলে সদ্যসমাপ্ত মৌসুম খুব একটা ভালে কাটেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। ম্যানচেস্টারের জার্সিতে ২৪টি গোল করলেও তাঁর খেলায় ধারাবাহিকতার অভাব ছিল। এমনকী, শেষদিকে দলের অন্তর্বতী কোচ রালফ রাংনিকের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়। যদিও ক্লাব ফুটবলের ব্যর্থতা ঝেড়ে দেশের জার্সিতে চেনা ছন্দে ধরা দিতে মরিয়া সিআরসেভেন।

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের আসরে এই স্পেনের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করেছিলেন পর্তুগিজ মহাতারকা। এবার নেশন্স লিগের আসরেও স্কোরশিটে নাম তুলতে মরিয়া তিনি। পক্ষান্তরে, গতবারের নেশন্স লিগে ফাইনালে পৌঁছেও চ্যাম্পিয়ন হতে পারেনি স্পেন। শিরোপার লড়াইয়ে ফ্রান্সের কাছে ১-২ ব্যবধানে হেরেছে লুইস এনরিকের দল।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মে ০২, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।