ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মোহামেডানের নতুন কোচ মানিক

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুন ৪, ২০২২
মোহামেডানের নতুন কোচ মানিক

কয়েকদিন আগেই মোহামেডানের কোচের দায়িত্ব ছেড়েছিলেন কোচ শন লেন। তিন বছরের বেশি সময় ধরে ক্লাবটির হয়ে দায়িত্ব পালন করেছেন তিনি।

হঠাৎ করেই দল গঠনে ক্লাবের হস্তক্ষেপের অভিযোগ এনে পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ান এই কোচ। তার যায়গায় এবার নিয়োগ পেয়েছেন বাংলাদেশি কোচ সফিকুল ইসলাম মানিক।

শনিবার (৪ জুন) ক্লাবের পরিচালক ও ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স বিষয়টি নতুন কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।  

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ান কোচ শন লেনের পদত্যাগের পর আমরা একজন কোচ খুঁজছিলাম। আমাদের চেয়ারম্যান এবং ক্লাবের পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর নতুন কোচের বিষয়ে দায়িত্ব নিয়েছিলেন। তিনিই সফিকুল ইসলাম মানিককে নিয়োগ দিয়েছেন। ’

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।