ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ইতালির মাঠে জার্মানির ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জুন ৫, ২০২২
ইতালির মাঠে জার্মানির ড্র

প্রথমার্ধে সুযোগ তৈরি করেও জার্মানি পারেনি গোল করতে। রক্ষণ সামলে শুরুর ৪৫ মিনিট পার করল ইতালি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জাল খুঁজে নিয়ে এগিয়ে গেল আজ্জুরিরা। তবে সেই গোল তিন মিনিটের মধ্যেই শোধ দিয়ে ম্যাচে ফিরে আসে জার্মানি।

নেশন্স লিগের শুরুটা ড্র দিয়ে হল দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের। শনিবার রাতে 'এ' লিগের তিন নাম্বার গ্রুপের ম্যাচে স্বাগতিক ইতালির সঙ্গে গোল শূন্য ড্র করেছে জার্মানি। ইতালিকে গিয়ে নেন লরেঞ্জো পেল্লেগরেনি এবং জার্মানিকে সমতায় ফেরান জসুয়া কিমিচ।

শুরুর ৪৫ মিনিটে ইতালির রক্ষণে বেশ কয়েকবার হানা দিয়েও গোলের মুখ খুলতে পারেনি জার্মানি। বল দখল, আক্রমণের সংখ্যা সব দিক দিয়েই এগিয়ে ছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে স্রোতের বিপরীতে গিয়ে গোলের দেখা পায় ইতালি। ৭০ মিনিটে লরেঞ্জো পেল্লেগরেনির গোল ইতালিকে এগিয়ে নেন। কিন্তু সেই স্বস্তি টিকেনি তিন মিনিটও। ৭৩ মিনিটে জসুয়া কিমিচের গোলে সমতায় ফেরে জার্মানি। বাকি সময়ে আর কোনো দল গোল করতে না পারায় সমতায় মাঠ ছাড়ে দুই দল।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জুন ৫, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।