ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার কোপা জয় নিয়ে বানানো হবে ওয়েব সিরিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জুন ৮, ২০২২
আর্জেন্টিনার কোপা জয় নিয়ে বানানো হবে ওয়েব সিরিজ

২৮ বছরের অপেক্ষার অবসান হয়েছে। আর্জেন্টিনা ঘরে তুলেছে প্রথম কোনো বড় শিরোপা।

কোপা আমেরিকা জয়টা তাই আলবিসেলেস্তে ও তাদের সমর্থকদের জন্য অনেক বড় পাওয়া। টুর্নামেন্ট জয়ের পেছনের গল্পটা জানার আগ্রহও নিশ্চয়ই অনেকের আছে।  

এবার সমর্থকদের এই আগ্রহ মেটানোর উদ্যোগ নিয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামজন প্রাইম। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ইনফোবে জানিয়েছে, দেশটির জাতীয় ফুটবল দল নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ করা হবে।  

আগামী ১০ জুলাই অ্যামজন প্রাইমে মুক্তি পাবে সিরিজটি। তাতে কোপা আমেরিকা জয়ের পেছনের গল্প থাকবে বলে জানা গেছে। এছাড়াও আসন্ন বিশ্বকাপের পেছনের গল্প নিয়েও পরে বানানো হবে আরেকটি সিজন।

ইতালির বিপক্ষে ফাইনালিসিমা, রোড টু কাতারের বিশেষ ছবি ও ভিডিও পাওয়া যাবে সিরিজটিতে। তবে আর্জেন্টিনার সমর্থকদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে থাকবে কোপা আমেরিকার ফাইনালের আগে দেওয়া মেসির ‘ঐতিহাসিক’ ভাষণ।

বাংলাদেশ সময় : ১১২৩, জুন ৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।