ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

মার্সেলোর বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জুন ১৪, ২০২২
মার্সেলোর বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে মার্সেলোর বন্ধুত্ব অনেকদিনের। রিয়াল মাদ্রিদ থেকেই তাদের এই বন্ধুত্বের সমীকরণ শুরু।

টানা নয় বছর এক সঙ্গে সান্তিয়াগো বার্নাব্যুতে কাটিয়েছেন তারা। নিজে অন্য ক্লাবে খেললেও ব্রাজিলিয়ান এই লেফট-ব্যাকের সঙ্গে থাকা স্মৃতিগুলো ভুলতে পারেননি রোনালদো।

দীর্ঘ ১৫ বছর রিয়ালের জার্সিতে খেলার পর সোমবার (১৩ জুন) আনুষ্ঠানিকভাবে ক্লাবকে বিদায় জানান মার্সেলো। তার বিদায়ে ব্যথিত বর্তমান ও সাবেক সতীর্থরা। যাদের মধ্যে রোনালদোর সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন এই ব্রাজিলিয়ান। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা পর্তুগিজ তারকা তাই শুভকামনা জানাতে ভুলেননি মার্সেলোকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় রোনালদো বলেন, ‘সতীর্থের চেয়েও বড় কিছু সে, ফুটবলে তার মাঝে আমি একটা ভাই পেয়েছি। মাঠ ও মাঠের বাইরে সেরা তারকাদের মধ্যে সে একজন, যার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা উপভোগ করেছি। নতুন রোমাঞ্চকর অভিযানে সবটুকু উপভোগ করো, মার্সেলো। ’

মার্সেলোর জাতীয় দলেরই সতীর্থ ভিনিসিউস জুনিয়র। ক্লাবেও একসঙ্গে খেলেছেন এ দুইজন। অভিজ্ঞ এই ফুলব্যাক থেকে অনেক কিছুই শিখেছেন ভিনিসিউস। সতীর্থের বিদায়বেলায় তাই মার্সেলো বন্দনায় মেতেছেন তিনি ‘মার্সেলো! সবকিছুর জন্য ধন্যবাদ! বিশ্বসেরা ক্লাবের সবচেয়ে বেশি শিরোপা জয়ী কিংবদন্তি। আপনার সঙ্গে খেলতে পারা ও আপনার থেকে শিখতে পারা ছিল দারুণ আনন্দের। ’

রিয়ালের মাঝমাঠ মাতিয়ে রাখা তারকাদের মধ্যে একজন টনি ক্রুস। জার্মান এই মিডফিল্ডারের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক মার্সেলোর। ক্রুস মনে করেন মার্সেলোই তার দেখা সর্বকালের সেরা ডিফেন্ডার, ‘আমি বলতে পারি, সব সময়ের সেরা লেফট-ব্যাকের সঙ্গে খেলেছি। ’

রিয়াল ছাড়লেও ব্রাজিলিয়ান এই লেফট-ব্যাক এখনই ফুটবল ছাড়ছেন না বলে জানিয়ে দিয়েছেন। ফ্রি ট্রান্সফারে যোগ দেবেন অন্য কোনো ক্লাবে। অবশ্য কোন ক্লাবে যাবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ১৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।