ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

নিখুঁত বিশ্বকাপের অপেক্ষায় লোথার ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুন ১৬, ২০২২
নিখুঁত বিশ্বকাপের অপেক্ষায় লোথার ম্যাথিউস

কাতারকে বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষনা করার পর থেকেই সমালোচনা চলছে তাদের নিয়ে। কাতারের অসহনীয় গরমকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার ঝড় চলছিল।

ফলে বিশ্বকাপ আয়োজনের সময়ও বদল করে নভেম্বরে নেয়া হয়েছে। বিশ্বকাপ শুরু হতে আর পাঁচ মাসেরও কম সময় বাকি আছে। আলোচনা-সমালোচনা ছাপিয়ে কাতারের আয়োজনে আস্থা রাখছেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা লোথার ম্যাথিউস।

১৯৯০ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছিলেন ম্যাথিউস। বিশ্বকাপ জয়ী এই তারকা মনে করেন কাতারে যে সময় বিশ্বকাপ আয়োজন করা হবে তা ফুটবলের  জন্য খুবই উপযোগি। এবং কাতারে একটি নিখুঁত বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে।

‘আমি স্টেডিয়ামে খুবই আরাম পেয়েছি। পুরো স্টেডিয়াম শীতাতাপ নিয়ন্ত্রিত। ফুটবলারদের জন্য একদম উপযুক্ত অবস্থায় আছে। বিশ্বকাপ আয়োজনের জন্য কাতার একদম উপযোগি। ’

‘অনেকেই কাতার নিয়ে সমালোচনা করেছেন। আয়োজকদের খুঁত বের করার চেস্টা করছেন। তবে আমি বলতে পারি বিশ্বকাপের সময় তারা এগুলো ভুলে পার্টিতে মেতে উঠবে। ’

এছাড়াও কাতার বিশ্বকাপের ভেন্যুগুলো কাছাকাছি হওয়াটাও একটা ভালো দিক হিসেবে দেখছেন ম্যাথিউস। তিনি বলেন, ‘কাতারের ভেন্যুগুলো খুব কাছাকাছি। ফলে খেলোয়াড় এবং সমর্থক কারোই বেশি ভ্রমনের ধকল পোহাতে হবে না। ফলে তারা ফুটবলটাও বেশ ভালো উপভোগ করতে পারবেন। ’

‘বিশ্বকাপের লক্ষ্য সকলকে একত্রিত করা। এবং কাতার এটা করে দেখাতে পারবে। ’

বাংলাদেশ সময়:১৫৩২ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।