ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে ৫ আগস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুন ১৬, ২০২২
ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে ৫ আগস্ট

নতুন মৌসুমের সূচি ঘোষণা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। অফিসিয়াল ওয়েবসাইটে বৃহস্পতিবার (১৬ জুন) এই সূচি ঘোষণা করা হয়।

এবারের আসর শুরু হবে ৫ আগষ্ট, চলবে আগামী বছরের ২৮ মে পর্যন্ত।

২০২২-২৩ মৌসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেস। গত মৌসুমেও এ দুই দলের মধ্যকার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি প্রথম ম্যাচে ৭ আগস্ট মুখোমুখি হবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের।  

গত মৌসুমে রানার্সআপ হওয়া লিভারপুলের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৬ আগস্ট, ফুলহ্যামের বিপক্ষে। নতুন মালিকানায় আসা চেলসি একই দিনে তাদের প্রথম ম্যাচ খেলবে এভারটনের বিপক্ষে। টটেনহ্যাম হটস্পারের খেলবে সাউথ্যাম্পটনের বিপক্ষে।

নতুন কোচ এরিক টেন হাগের দায়িত্বে ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাইটনের বিপক্ষে, ৭ আগস্ট ওল্ড ট্র্যাফোর্ডে। ২৩ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে ফেরা নটিংহ্যাম ফরেস্ট তাদের প্রত্যাবর্তনের ম্যাচে মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেডের, ৬ আগস্ট।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুন ১৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।