ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ডার্বির দায়িত্ব ছাড়লেন রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০২২
ডার্বির দায়িত্ব ছাড়লেন রুনি

ব্যর্থতার দায়ভার নিয়ে ইংল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ডার্বি কাউন্টির কোচের দায়িত্ব ছাড়ছেন ওয়েইন রুনি।

আর্থিক ইস্যুতে শাস্তি হিসেবে ২১ পয়েন্ট কর্তন হওয়ায় সংকটে জর্জরিত ক্লাবটিকে গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে রাখতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ফরোয়ার্ড।

 

ডার্বির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'অনতিবিলম্বে কোচের দায়িত্ব ছাড়তে চান বলে রুনি আজ ক্লাবকে জানিয়েছেন। '

রুনি তার প্রথম দফায় দায়িত্ব পালনকালে ডার্বিকে নিয়ে চমক দেখান এবং ক্লাবটিকে ওপরের বিভাগে নিয়ে আসেন। কিন্তু মৌসুমের শেষভাগে এসে ক্লাবটির প্রশাসনিক সমস্যা সৃষ্টি হওয়ায় রুনি দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রুনি ২০২০ সালে ক্লাবটির দায়িত্ব গ্রহণ করেছিলেন। চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকি আছে। কিন্তু সেই দায়িত্বও ছাড়লেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।