ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

নতুন ঠিকানার খোঁজে সাইফের ফুটবলাররা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
নতুন ঠিকানার খোঁজে সাইফের ফুটবলাররা

হঠাৎ করেই সবধরনের ফুটবল থেকে সরে দাঁড়িয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। এতে করে সবচাইতে বিপদে পরেছে ক্লাবের ফুটবলাররা।

অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন ক্লাবের খোজে রয়েছেন তারা। হুট করে ক্লাবে এমন সিদ্ধান্তে অবাকই হয়েছেন ক্লাবের ফরোয়ার্ড মেরাজ হোসেন অপি।

ক্লাবের এমন সিদ্ধান্তে দিশেহারা হয়ে পরেছেন ক্লাবের অনেক ফুটবলারই। সাইফের এমন সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানতেন না বলে বাংলানিউজটোয়েন্টিফোরকে জানিয়েছেন অপি। তিনি বলেন, ‘হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেয়া হলো এটা আমরা জানি না। গতকালও লিগ শেষ হওয়ার পর সব ঠিকঠাকই ছিল। আমরা নিজেদের মতই ছিলাম। হঠাৎ করেই এই সিদ্ধান্ত শুনে আমরা মর্মাহত। ’

‘অনেক দিন থেকেই সাইফের সঙ্গে আছি। এমন সিদ্ধান্ত মেনে নেয়া কঠিন। তবে ক্লাবে যেটা ভালো মনে হয়েছে তারা করেছেন। এখানে আমাদের কিছু করার নেই। ’

এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সকলেই নতুন ঠিকানার খোজে রয়েছেন বলে জানিয়েছেন অপি। তিনি বলেন, ‘ক্লাব যেহেতু ফুটবল না খেলার সিদ্ধান্ত নিয়েছে আমাদের তো বিকল্প পথ খুঁজে নিতেই হবে। আমরা সকলেই এখন নতুন ক্লাবে যাওয়ার বিষয়ে চেষ্টা করছি। ইতোমধ্যেই ক্লাবের অনেক ফুটবলারের নতুন ঠিকানা নিশ্চিত হয়ে গেছে। আমারও কথা চলছে। আশা করি দ্রুতিই সিদ্ধান্ত হবে। ’

ক্লাবের অনেক ফুটবলারই শেখ রাসেলে পাড়ি জমাচ্ছেন বলে জানিয়েছেন অপি। তিনি বলেন, ‘ক্লাব অনেক ফুটবলার শেখ রাসেলে যাচ্ছেন। বেশ বড় একটা অংশ শেখ রাসেলের সঙ্গে চূড়ান্ত কথা বলেছে এটা আমি শুনেছি। তবে এখনো পুরোপুরি দলবদলের কাজ সম্পন্ন হয়নি। তাই যে কোনও সময় যেকোনো কিছুই হতে পারে। ’

সাইফের খেলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত সাময়িক বলে বাফুফেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে। ক্লাব আবারও যদি খেলায় ফেরে তবে কি সাইফে ফিরবেন? এমন প্রশ্নের জবাবে অপি বলেন, ‘আসলে এটা আগে থেকে বলা মুশকিল। ক্লাব কবে খেলায় ফিরবে তা আমরা জানি না। আর ফিরলে তখন নতুন ক্লাব আমাদের ছাড়ার বিষয়ে আগ্রহী থাকবে কিনা তাও আমরা জানি না। এছাড়া বাফুফের অনুমতিরও বিষয় থাকে। তাই আগে থেকেই কিছু বলা যাচ্ছে না। ’

বাংলাদেশ সময়: ২৪১৫ ঘণ্টা, আগষ্ট ০৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।