ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ভারোত্তোলনে স্মৃতি আক্তারের নতুন জাতীয় রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
ভারোত্তোলনে স্মৃতি আক্তারের নতুন জাতীয় রেকর্ড

তুরষ্কের কনিয়া শহরে, চলমান ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে ভারোত্তোলনে আজ (১২ আগস্ট) নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশের স্মৃতি আক্তার। মেয়েদের ৫৫ কেজি ওজনশ্রেণীতে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে স্মৃতি মোট ওজন তুলেছেন ১৫৬ কেজি।

যা নতুন জাতীয় রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৫২ কেজি।

স্মৃতি আক্তার নিজের রেকর্ড নিজেই ভেঙ্গেছেন কনিয়াতে। স্ন্যাচে স্মৃতির আগের রেকর্ড ছিল ৬৮ কেজি, নিজের রেকর্ড ভেঙ্গে স্মৃতি তুলেছেন ৭০ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে আগের রেকর্ডটি ছিল ফুলপতি চাকমার, ৮৪ কেজি। সেটি ভেঙ্গে স্মৃতি তুলেছেন ৮৬ কেজি। রেকর্ড গড়েও পদক পাননি স্মৃতি। চার প্রতিযোগির মধ্যে স্মৃতি হয়েছেন চতুর্থ। ১৯৫ কেজি ওজন তুলে প্রথম হয়েছেন ইন্দোনেশিয়ার বেতেসব নাতসিয়া।  

অন্যদিকে মেয়েদের হ্যান্ডবলে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে জিতেছে বাংলাদেশ। ৩৩-১৯ পয়েন্টে আফগানিস্তানকে হারিয়ে সপ্তম হয়েছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।