ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

সিরি আ’তে দুর্দান্ত অভিষেক দি মারিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
সিরি আ’তে দুর্দান্ত অভিষেক দি মারিয়ার

এই গ্রীষ্মেই ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যোগ দিয়েছেন আনহেল দি মারিয়া। সোমবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে সিরি আ’তে অভিষেক হয় এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডারের।

ম্যাচটিতে নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে একটি গোলও করিয়েছেন তিনি।

সাসসুয়েলোর বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচের শুরু থেকে আক্রমণ শানায় জুভেন্টাস। তবে গোল পেতে ২৭তম মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় স্বাগতিকদের। আলেক্স সান্দ্রোর পাসে গোলটি করে তুরিনের বুড়িদের এগিয়ে দেন দি মারিয়া। এরপর ৪৩তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ।  

বিরতির পর ফের দি মারিয়ার ঝলক। এবার তার নিখুত পাস থেকে জোড়া গোল পূর্ণ করেন ভ্লাহোভিচ। অবশ্য ম্যাচের ৬৬তম মিনিটে পায়ের পেশিতে চোট পাওয়ায় তুলে নেওয়া হয় তাকে। ওই সময় তাকে খোঁড়াতে দেখা যায়। তবে ম্যাচ শেষে দি মারিয়ার গুরুতর কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি।  

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।