ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

লিডসে বিধ্বস্ত চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
লিডসে বিধ্বস্ত চেলসি

এবারের দলবদলের মৌসুমে দু’হাতে টাকা খরচ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। তবে তার প্রতিফলন মাঠে মিলছে না।

প্রথম তিন ম্যাচ থেকে মাত্র চার পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে টমাস টুখেলের দল। আজ (২১ আগস্ট) অপেক্ষাকৃত দুর্বল দল লিডস ইউনাইটেডের বিপক্ষেও হেরেছে চেলসি। লিডসের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে ব্লু’রা।

প্রিমিয়ার লীগে সর্বশেষ ২০০২ সালে ব্লু’দের হারায় লিডস। এরপর ৭ ম্যাচের ৫টিতেই জেতে চেলসি। ড্র হয় দুটি।

প্রথমার্ধেই ২-০তে পিছিয়ে পড়ে চেলসি। চার মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নেয় লিডস। ৩৩তম মিনিটে গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডির ভুলের সুযোগ নিয়ে লিডসকে এগিয়ে নেন ব্রেন্ডেন আরোনসন। এরপর ৩৭তম মিনিটে রাহিম স্টার্লিংয়ের ফাউলের কারণে ফ্রি-কিক পায় লিডস। সেট পিস থেকে হেডে ব্যবধান বাড়ান রদ্রিগো মরেনো।

দ্বিতীয়ার্ধের শুরুতে লিডসের ওপর চাপ বাড়ায় চেলসি। কিন্তু গোল শোধের বদলে উল্টো হজম করে বসে সফরকারীরা। ৬৯তম মিনিটে লিডসের হয়ে তৃতীয় গোলটি করেন জ্যাক হ্যারিসন।

৮৪তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন চেলসি ডিফেন্ডার কালিদু কোলেবালি। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় ১২ নম্বরে রয়েছে চেলসি। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে লিডস ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।