ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের আগে হন্ডুরাসের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
বিশ্বকাপের আগে হন্ডুরাসের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের আগে দুইটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার। এর মধ্যে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচটি নিশ্চিতভাবেই মাঠে গড়াচ্ছে।

 

আর্জেন্টিনার বিপক্ষে খেলার বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হন্ডুরাস ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের বিপক্ষে খেলবে তারা। আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি পণ্ড হওয়ার পর বাতিল করা হয়েছে। তাই প্রস্তুতির জন্য হন্ডুরাসকেই বেছে নিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচের পর জ্যামাইকার বিপক্ষেও খেলতে পারে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয় ম্যাচটির ব্যাপারে এখনো অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।