ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

লেস্টারকে হারিয়ে ইউনাইটেডের টানা তিন জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
লেস্টারকে হারিয়ে ইউনাইটেডের টানা তিন জয়

ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড অবশেষে জয়ের ধারায় ফিরলো। প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে লেস্টার সিটিকে ১-০ ব্যবধানে হারিয়ে টানা তিন ম্যাচ জয়ের দেখা পেল এরিক টেন হাগের দল।

লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে বেশ কিছু সুযোগ তৈরী করে ইউনাইটেড। তবে বল জালে জড়াতে পারে ওই একবারই। প্রতিপক্ষ দলও কম ছিল না; তবে পায়নি গোলের দেখা। ম্যাচের ২৩তম মিনিটে রেড ডেভিলসদের হয়ে একমাত্র গোলটি করেন জ্যাডন সানচো। মার্কাস র‌্যাশফোর্ডের পাস থেকে বক্সে বল পেয়ে গোলরক্ষককে কাটিয়ে জাল খুঁজে নেন এই ইংলিশ ফরোয়ার্ড।

লিভারপুলের বিপক্ষে জয়ের ম্যাচটিতেও সানচোর পা থেকে গোল আসে। সেই ম্যাচে ২-১ ব্যবধানে জয়লাভ করে ইউনাইটেড।  

৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থঅন ম্যানচেস্টার ইউনাইটেডের। সমান ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্সেনাল। ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ১১ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম হটস্পার ও ১০ পয়েন্ট নিয়ে চারে ব্রাইটন।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।