ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

লিভারপুলকে রুখে দিল এভারটন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
লিভারপুলকে রুখে দিল এভারটন সংগৃহীত ছবি

প্রিমিয়ার লিগের গত মৌসুমের রানার্স-আপ লিভারপুলকে রুখে দিল এভারটন।  গোলশূন্য ড্র হয়েছে 'মার্সেসাইড ডার্বি' নামে পরিচিত ম্যাচটি।

 গুডিসন পার্কে ৬৯তম মিনিটে লিভারপুলের জালে বল জড়িয়েছিলেন এভারটনের ইংলিশ ডিফেন্ডার কনোর কোডি। কিন্তু ভিএআরে বাতিল হয়ে যায় গোলটি। এরপর আর কোনো দলই পারেনি গোল করতে।  

এ নিয়ে চলতি মৌসুমে ছয় ম্যাচে তৃতীয় ড্র করল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। অন্যদিকে সমান ম্যাচে চতুর্থ ড্র করে চতুর্দশ স্থানে আছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।