ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

দুই ব্রাজিলিয়ানের গোলে রিয়ালের চারে চার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
দুই ব্রাজিলিয়ানের গোলে রিয়ালের চারে চার

লা লিগায় জয়রথ ছুটছে রিয়াল মাদ্রিদের। সর্বশেষ রিয়াল বেতিসকে হারিয়ে এ মৌসুমে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে কার্লো আনচেলত্তির দল।

বর্তমান চ্যাম্পিয়নদের জয়ের রূপকার দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো।

শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে রিয়াল ২-১ গোলে হারিয়েছে বেতিসকে। নবম মিনিটেই ভিনিসিয়ুসের গোলে এগিয়ে যায় লস ব্ল্যাঙ্কোসরা। দাভিদ আলাবার বাড়ানো বল দারুণভাবে জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য দীর্ঘায়িত হয়নি রিয়ালের। ১৭তম মিনিটে সের্হিয়ো ক্যানালাসের গোলে সমতা ফেরায় বেতিস। তবে ৬৫ মিনিটে করা রদ্রিগোর গোলে জয় ছিনিয়ে নেয় রিয়াল।

টানা চার জয়ে ১২ পয়েন্ট হলো শীর্ষে থাকা রিয়ালের। অন্যদিকে সমান ম্যাচে এই প্রথম হারের মুখ দেখা বেতিস আছে দুইয়ে। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা তিনে আছে ৭ পয়েন্ট নিয়ে।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।