ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা 

লাতিন অঞ্চলের বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি বাতিল হওয়ার পর কাতার বিশ্বকাপের প্রস্তুতি নিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে এই দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার ৩২ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

 

শুরুতে লিওনেল মেসির না খেলার গুঞ্জন শোনা গেলেও পিএসজি ফরোয়ার্ডকে রেখেই স্কোয়াড সাজিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এছাড়া দলে সুযোগ পেয়েছেন রোমা তারকা পাওলো দিবালাও। আছেন পিএসজি ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমানো অ্যাটাকিং মিডফিল্ডার আনহেল দি মারিয়াও।  

আর্জেন্টিনা দলে নতুন মুখ থিয়াগো আলমাদা। তিনি খেলেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস), আটলান্টা ইউনাইটেডের হয়ে। এর আগে আর্জেন্টিনার জার্সিতে অলিম্পিক গেমসে খেলেছেন এই ২১ বছর বয়সী। এছাড়া বেনফিকার হয়ে দুর্দান্ত খেলা এনজো ফার্নান্দেসও ডাক পেয়েছেন দলে।

২৩ সেপ্টেম্বর হন্ডুরাস এবং ২৭ সেপ্টেম্বর জ্যামাইকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে ।

একনজরে আর্জেন্টিনার স্কোয়াড

গোলরক্ষক: ফাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসো।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মনতিয়েল, লুকাস মার্তিনেস কুয়ার্তা, জার্মেইন পেৎসেয়া, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, ফাকুন্দো মেদিনা, নেহুয়েন পেরেজ, ক্রিশ্চিয়ান রোমেরো।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেস, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, আলেহান্দ্রো গোমেজ, আলেক্সিস মাক আলিস্তার, এনজো ফার্নান্দেস, আনহেল দি মারিয়া, এজেকিয়েল পালাসিওস।

ফরোয়ার্ড: আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেস, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, লুকাস ওকাম্পোস।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।