ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

দারুণ জয়ে শীর্ষে ফিরল রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
দারুণ জয়ে শীর্ষে ফিরল রিয়াল

লা লিগায় দারুণ জয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। মায়োর্কার বিপক্ষে ৪-১ গোলের জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রিয়াল।

প্রথমে পিছিয়ে পরলেও জয় নিয়ে মাঠ ছাড়তে তেমন কোনও সমস্যা হয়নি কার্লো আনচেলত্তির শীষ্যদের।  

ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে রিয়াল। মাঝে ছন্দপতন। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেনি মায়োর্কা। ম্যাচের ৩৫ মিনিটে ভেদাত মুরকির গোলে এগিয়ে যায় মায়োর্কা। তবে ম্যাচে ফিরতে সময় নেয়নি রিয়াল। প্রথমার্ধের যোগ করা সময়ে ফেডরিকো ভালভার্দের গোলে সমতায় ফেরে রিয়াল। ১-১ গোলে সমতায় বিরতিতে যায় দুই দল।  

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় রিয়াল মাদ্রিদ। ৭২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে লিড নেয় লস ব্ল্যাঙ্কোসরা। ৮৯ মিনিটে ব্যবধান ৩-১ করেন রদ্রিগো। যোগ করা সময়ে অ্যান্টনিও রুদিগারের গোলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বরর ১১, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।