ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে নেপাল। ফলে ফাইনালে নেপালকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ।

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিতে ১-০ গোলে জয় তুলে নিয়েছে নেপালি মেয়েরা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করেছেন রশ্মি কুমারী ঘিসিং।  

সোমবারের ফাইনালে নেপালের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা।

এর আগে গত পাঁচ আসরে ৪ বারই ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল নেপাল।  

এদিকে আজ প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন সাবিনা। এছাড়া স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভীন ও তহুরা খাতুন করেছেন একটি করে গোল।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।