ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

সাইকেল চালাতে চালাতে স্পেনের দল ঘোষণা করলেন কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
সাইকেল চালাতে চালাতে স্পেনের দল ঘোষণা করলেন কোচ

উয়েফা নেশন্স লিগে পর্তুগাল ও সুইজারল্যান্ডের বিপক্ষে ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্পেন। বিশ্বকাপের আগেই এই দুইটি ম্যাচই দেশটির সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে।

এই স্কোয়াডে নেই ইনজুরি থেকে ফেরা ডিফেন্ডার সের্হিও রামোস। নেই তরুণ ফরোয়ার্ড আনসু ফাতিও। থাকছেন না দাভিদ দি হেয়াও।

ভিন্ন এক পদ্ধতীতে এই স্কোয়াড ঘোষণা করে আলোচনায় এসেছেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অফিশিয়াল টুইটার পেজে দেওয়া এক ভিডিওতে দেখা যায় সাইকেল চালাতে চালাতে দল ঘোষণা করছেন তিনি।

একনজরে স্পেনের স্কোয়াড:

গোলরক্ষক: উনাই সিমন, রবের্ত সানচেজ, দাভিদ রায়া

ডিফেন্ডার: দানি কার্ভাহাল, এরিক গার্সিয়া, জর্দি আলবা, সেসার আজপিলিকুয়েতা, দিয়েগো লরেন্তে, পাও তোরেস, হোসে গায়া, হুগো গুইলার্ন।

মিডফিল্ডার: হার্নান্দেজ, সের্হিও বুসকেতস, কোকে, পাবলো গাভি, সোলার, পেদ্রি রদ্রিগেজ, মার্কোস লরেন্তে।

ফরোয়ার্ড: আলাভারো মোরাতা, বোর্জা ইগলেসিয়াস, ফেরান তরেস, পাবলো সারাবিয়া, নিকো উইলিয়ামস, মার্কো আসেনসিও ও ইমেরি পিনা।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।