ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

নন-পেনাল্টি গোলে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
নন-পেনাল্টি গোলে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। প্রত্যেক ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট রয়েছে তার।

এই ধারাবাহিকতা বজায় রেখেছেন গতকাল (১৮ সেপ্টেম্বর) রাতেও। নেইমারের পাস থেকে দারুণ এক গোল করে রেকর্ডও গড়েছেন তিনি।

রোববার রাতে অলিম্পিক লিঁওর বিপক্ষে মাঠে নেমে ষষ্ঠ মিনিটেই গোলের দেখা পান মেসি। এই গোলে ছাড়িয়ে যান পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নন-পেনাল্টি গোলে তার থেকে এগিয়ে গেলেন আর্জেন্টাইন সুপারস্টার। রোনালদোর পেনাল্টিবিহীন গোলসংখ্যা ৬৭১টি, আর মেসির ৬৭২টি। রোনালদোর চেয়ে ১৫০ ম্যাচ কম খেলে এই রেকর্ড গড়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

এদিন আরও একটি রেকর্ড গড়েন মেসি। ২০১৫-১৬ মৌসুম থেকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রথম ফুটবলার হিসেবে ১০০০ ড্রিবল সম্পন্ন করেন তিনি। মেসির এই রেকর্ডের রাতে লিগ টেবিলের শীর্ষেও উঠে পিএসজি। ৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ২২ পয়েন্ট। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্শেই।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।