ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

শিরোপার পাশাপাশি সব পুরস্কারও বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
শিরোপার পাশাপাশি সব পুরস্কারও বাংলাদেশের

অবিশ্বাস্য ফুটবল খেলে সাফ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আসরে শিরোপার পাশাপাশি বাকি সব শ্রেষ্ঠত্বের পদকগুলোও জয় করেছেন সাবিনারা।

 

এবারের আসরে আক্রমণ থেকে রক্ষণ, সব বিভাগেই ডিসিপ্লিন ধরে রেখে সেরা খেলাটাই উপহার দিয়েছেন নারী ফুটবলাররা। তার পুরস্কার পেলেন ফাইনালের পরে।

আসরে সব সেরার পুরস্কারই উঠেছে বাংলাদেশের ফুটবলারের হাতে।  এবারের সাফে সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের গোলবারের অতন্দ্র প্রহরী রুপনা চাকমা। সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। এবারের আসরে ৮ গোল করেছেন তিনি।  

টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সাবিনা। ফেয়ার প্লে খেতাবও উঠেছে বাংলাদেশ দলের হাতেই।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।