ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে অনিশ্চিত মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে অনিশ্চিত মেসি

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে নিতে হন্ডুরাসের বিপক্ষে জিতে দারুণ শুরু করে আর্জেন্টিনা। ম্যাচটিতে জোড়া গোল করেন লিওনেল মেসি।

কিন্তু জ্যামাইকার বিপক্ষে দুঃসংবাদ পেতে হচ্ছে এই সুপারস্টারকে। অসুস্থ হওয়ার কারণে বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লু-জনিত রোগে আক্রান্ত মেসি। ম্যাচের আগে পুরোপুরি সেরে না উঠলে তাকে মাঠে নামানো হবে না। তার বদলে খেলতে পারেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস।

জ্যামাইকার বিপক্ষে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় খেলতে নামবে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।