ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

শেখ রাসেল ছেড়ে শেখ জামালে মান্নাফ রাব্বী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
শেখ রাসেল ছেড়ে শেখ জামালে মান্নাফ রাব্বী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আগামী মৌসুমে শেখ রাসেলের হয়ে আর মাঠে দেখা যাবে না মান্নাফ রাব্বীকে। আগামী মৌসুমে শেখ জামালের জার্সি গায়ে মাঠে নামবেন দেশের অন্যতম সেরা মিডফিল্ডার।

ইতোমধ্যেই শেখ জামালের সঙ্গে পাকা কথা হয়ে গেছে বলে জানিয়েছেন রাব্বি।

প্রিমিয়ার লিগে বিদেশী ফুটবলারদের ভীড়ে দেশি ফুটবলারদের সাফল্য খুব একটা চোখে পড়ে না। তবে এবারের মৌসুমে বিদেশী ফুটবলারদের পাশাপাশি দেশি ফুটবলাররাও বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন মান্নাফ রাব্বী। গত মৌসুমের শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেওে শেষ পর্যন্ত ছয় নম্বরে থেকে লিগ শেষ করেছে শেখ রাসেল। প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে দারুন ভাবে ঘুরে দাঁড়িয়ে ছয় নম্বরে থেকে লিগ শেষ করেছে ক্লাবটি।

শেখ জামালে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে রাব্বী বলেন, ‘আগামী মৌসুমে শেখ জামালে যোগ দিচ্ছি। ইতোমধ্যেই আমাদের কথা পাকা হয়ে গেছে। ’

শেখ রাসেলে খেলাটা বেশ উপভোগ্  ছিল বলে জানিয়েছেন রাব্বী। তিনি বলেন, ‘এবারের মৌসুমে শেখ রাসেল যখন প্রত্যাশিত রেজাল্ট পাচ্ছিল না। দলের খেলোয়াড়রাও মানসিকভাবে ভেঙে পড়েছিল। তখন পাশে এসে দাঁড়ান শেখ রাসেলের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। দল হেরে যাওয়ার পরও খেলোয়াড়দের বোনাস প্রদান করেন তিনি। নিজে উপস্থিত থেকে খেলোয়াড়দের মধ্যাহ্ন ভোজ করান। এসব কিছুই খেলোয়াড়দের মনোজগতে ব্যাপক প্রভাব ফেলে। এটা দেশের ফুটবলে বিরল দৃষ্টান্ত। এখানের ফুটবলে এমন হয়না। এখানের পরিবেশটা মিস করবো খুব। ’

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।