ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

সৈয়দপুর বিমানবন্দরে সাফজয়ী ৩ নারী ফুটবলারকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
সৈয়দপুর বিমানবন্দরে সাফজয়ী ৩ নারী ফুটবলারকে সংবর্ধনা

নীলফামারী: সাফজয়ী তিন নারী ফুটবলারকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়েছে।  

রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই ফুটবলারদের রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়।

 

তিন নারী ফুটবলার হলেন- রংপুরের সিরাত জাহান স্বপ্না, ঠাকুরগাঁওয়ের স্বপ্না রানী ও একই জেলার রাণীশংকৈল উপজেলার সোহাগী কিসকু।

বিমানযোগে সৈয়দপুরে এলে একদল নারী খেলোয়াড় ওই তিন নারী ফুটবলারকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় রংপুর ও ঠাকুরগাঁও ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিপুল সংখ্যক নারী খেলোয়াড় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উৎফুল্ল স্বপ্না রানী বলেন, আমরা অভিভূত। এতো মানুষ আমাদের জন্য বিমানবন্দরে অপেক্ষা করছেন। দেখে আমাদের স্বপ্ন অনেক বড় হয়ে গেলো। আরও অনেক কিছু করতে হবে দেশের জন্য।  

সিরাত জাহান স্বপ্না বলেন, খুব ভালো লাগছে, মানুষের এ ভালোবাসার প্রতিদান দিতে হবে, বড় শিরোপা জয়ের মধ্যেই তা সম্ভব।  

সোহাগী কিসকু বলেন, দেশ আমার কাছে মায়ের সমান। মায়ের মুখে হাসি ফোটাতে আরও ভালো খেলতে চাই। আপনাদের পাশে চাই।

রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, ওরা আমাদের গর্ব। আমরা ওদের ভালোবাসায় বরন করতে এসেছি। পরে ওই তিন নারী ফুটবলারকে নিয়ে একটি মোটর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।