ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

মাঠে বসে আর্জেন্টিনার খেলা দেখবেন সাকিব

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
মাঠে বসে আর্জেন্টিনার খেলা দেখবেন সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এমন এক বৈশ্বিক টুর্নামেন্টে অন্তত একটি ম্যাচ হলেও মাঠে বসে দেখার ইচ্ছে থাকে অনেকের।

তেমন ইচ্ছে বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসানেরও। আর তার ইচ্ছা পূরণও হয়েছে।  

বিশ্বের সবগুলো ফুটবল ফেডারেশনকেই অল্প কিছু টিকিট দিয়ে থাকে ফিফা। তেমনি বাফুফে পেয়েছে ২৯০টি টিকিট। এই টিকিটগুলো বিক্রি করা হয় স্থানীয় সাবেক-বর্তমান খেলোয়াড়, ক্লাব, পৃষ্ঠপোষক এবং অন্য খেলার খেলোয়াড়দের মধ্যে। বাফুফে কর্তৃপক্ষের কাছে চারটি টিকিট চেয়েছিলেন সাকিব। কিন্তু তাকে একই ম্যাচের দুইটি টিকিট দেওয়া হয়েছে।  

নির্দিষ্ট মূল্য পরিশোধের মাধ্যমে বাফুফের কাছ থেকে টিকিট বুঝে নিতে হবে সাকিবকে। বাফুফে ছাড়া সরাসরি অনলাইন ও অন্য দেশ থেকেও অনেকে বিশ্বকাপের টিকিট সংগ্রহ করেছেন। এই তালিকায় আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সুমনসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।