ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ইকুয়েডরের ৮ ফুটবলারকে ৭৬ কোটি টাকা ঘুষ দিয়েছে কাতার! 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
ইকুয়েডরের ৮ ফুটবলারকে ৭৬ কোটি টাকা ঘুষ দিয়েছে কাতার! 

আর মাত্র কয়েক ঘণ্টা। হাজারো বিতর্ক পেছনে ফেলে আজ পর্দা উঠবে কাতার বিশ্বকাপের।

আল বায়িত স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নামবে স্বাগতিক কাতার

তবে ম্যাচটি সামনে রেখে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে কাতারের ওপর। হেরে যাওয়ার জন্য ইকুয়েডরের ৮ ফুটবলারকে ৭.৪ মিলিয়ন ডলার (৭৬ কোটি টাকা) ঘুষ দিয়েছে তারা! 

এমনটাই জানান সৌদি আরবে ব্রিটিশ সেন্টারের আঞ্চলিক পরিচালক ও রাজনৈতিক কৌশলি আমজাদ তাহা। টুইটারে উদ্বোধনী ম্যাচ নিয়ে রীতিমত বোমা ফাঁটান তিনি, 'উদ্বোধনী ম্যাচ ১-০ গোলে (দ্বিতীয়ার্ধে) হেরে যেতে ইকুয়েডরের ৮ ফুটবলারকে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে কাতার। পাঁচ জন কাতারি এবং ইকুয়েডরের অভ্যন্তরীন সূত্র তা নিশ্চিত করেছে। আমরা আশা করি তা যেন মিথ্যে হয়। আশা করি, এই তথ্য শেয়ারের পর এর প্রভাব পড়বে। বিশ্বের উচিত ফিফার দুর্নীতির বিরোধিতা করা। '

তাহলে কি কাতার ১-০ গোলে জিততে যাচ্ছে? যদিও কাতার বা ফিফা এই গুজবের পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া জানায়নি।  

বিশ্বকাপ নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই। সম্প্রতি স্টেডিয়াম পরিধিতে বিয়ার বিক্রি নিষিদ্ধ করায় তোপের মুখে পড়তে হয়েছে কাতারকে। সব অভিযোগ উড়িয়ে মাঠের খেলায় চমক দিতে চায় স্বাগতিকরা। বিশ্বকাপে প্রথম হলেও ইকুয়েডরের সঙ্গে আগে তিনবার দেখা হয়েছে তাদের। যেখানে সবশেষ লড়াইয়ে,  ৪-৩ গোলে জয় পেয়েছে কাতার আগের দুটি ম্যাচে একটিতে ড্র ও আরেকটিতে হেরেছে তারা।

সবশেষ বিশ্বকাপে অভিষেকেই কোনো দল জয় পাওয়ার ঘটনাটা ২০০২ সালে। সেবার আয়োজক ফ্রান্সকে হারিয়েছিল সেনেগাল। ২০ বছর পর কাতার এর পুনরাবৃত্তি করতে পারবে  কিনা তা সময়ই বলে দিবে

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।