ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
বরিশালে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

বরিশাল: আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। সারাদেশের সাথে বরিশাল জেলার ১০ উপজেলায় ১২-১৫ মাস বয়সের শিশুদের ২ লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ক্ষমতা সম্পন্ন লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ৬-১১ মাস বয়সের শিশুদের ১ লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ক্ষমতা সম্পন্ন নীল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।



এ বিষয়ে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, বরিশাল জেলার ১০ উপজেলার ৮৭টি ইউনিয়ন, ২৬১টি ওয়ার্ড, ২০৮৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং ৯টি স্থায়ী কেন্দ্রসহ মোট ২ লাখ ৯৭ টি টিকাদান কেন্দ্রে ৪ হাজার ১৯৪ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে ১২-৫৯ মাস বয়সের ২ লাখ ৭৪ হাজার ৬৩৩ জন শিশুদের ২ লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ৬-১১ মাস বয়সের ৩৩ হাজার ৯০৯ জন শিশুকে ১ লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। অর্থাৎ মোট ৩ লাখ ৮ হাজার ৫৪২ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ জলিল ও জেলা ইপিআই সুপার এবিএম এনায়েত হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।