ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দেশে টিকার প্ল্যান্ট তৈরির কারিগরি সহায়তা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
দেশে টিকার প্ল্যান্ট তৈরির কারিগরি সহায়তা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ঢাকা: দেশে টিকার প্ল্যান্ট তৈরির প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনটিই জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

একইসাথে বুস্টার ডোজের পর্যাপ্ত টিকা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।  

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদরদপ্তরে গেব্রেয়াসুসের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের দ্বিপাক্ষিক বৈঠক হয়। এই বৈঠকে আশ্বাস দেন তিনি।

ভালো স্বাস্থ্যসেবার জন্য স্বাস্থ্যকর্মীদের পরিবেশ নিশ্চিত করতে বৈঠকে গুরুত্বারোপ করা হয়েছে। তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ,  চাকরির নিরাপত্তা, ভাতাসহ ইত্যাদি সুযোগ সুবিধা নিশ্চিতের বিষয়েও আলোচনা করা হয়।

বৈঠক শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে বাংলাদেশ সফরের অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মহাপরিচালকও খুব শিগগিরই বাংলাদেশ সফরে সম্মতি দিয়েছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ড. হান্নান বলখি (এসডিজি), স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউবর রহমান, ড. রজারিও গাসপাসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩

আরকেআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।