ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রোগীদের বিনামূল্যে সেবা দিলেন একই পরিবারের ৬ চিকিৎসক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
রোগীদের বিনামূল্যে সেবা দিলেন একই পরিবারের ৬ চিকিৎসক  বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন একই পরিবারের ৬ চিকিৎসক

নড়াইল: শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের উদ্যোগে নড়াইলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আর এতে একই পরিবারের ছয় চিকিৎসক শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন।

 

শুক্রবার (২৮ জুলাই) দিনব্যাপী নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে ওই চিকিৎসকদের বাড়িতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ওই পরিবারের ৬ চিকিৎসক হলেন - গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাওফিকা হুসাইন তুলি, সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতিক প্রিন্স, দন্ত ও মুখমণ্ডল বিশেষজ্ঞ ডাক্তার শরীফ শামীম আতিক, ডাক্তার শরীফ জায়েদ আতিক, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ জান্নাতুন প্রিয়াংকা ও ডাক্তার ফারিহা জেবীন হৃদি।

এদিকে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে খুশি বিভিন্ন এলাকা থেকে আগত সেবাগ্রহণকারী রোগীরা।

কালিয়া উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা ইজিবাইক চালক কামাল হোসেন বাংলানিউজকে বলেন, এ পরিবারের ডাক্তাররা আমাদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। এলাকায় ডাক্তার তো কতোজন আছে, কিন্তু এরকম মন কয়জনের হয়? আল্লাহ যেন তাদের পরিবারকে সহি-সালামতে রাখেন।

ষাটোর্ধ্ব জমিরন নেছা বলেন, ঢাকা থেকে ডাক্তার আসবে শুনে বউমার সাথে এখানে এসেছি। আমার সমস্যার জন্য ওষুধ লিখে দেওয়ার পাশাপাশি এক সপ্তাহর ওষুধও সঙ্গে দিয়েছেন তারা। তাদের জন্য আমার দোয়া থাকলো।

চিকিৎসকদের বাড়িতে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা

এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিয়নে একাধিক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসব ক্যাম্পে চিকিৎসার পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।