ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গুতে প্রাণ গেল আরেক নারী চিকিৎসকের

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
ডেঙ্গুতে প্রাণ গেল আরেক নারী চিকিৎসকের

ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল আলমিনা দেওয়ান মিশু নামে আরেক নারী চিকিৎসকের।

সোমবার (৭ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

এদিকে মিশুর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার (৮ আগস্ট) গভীর শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে শোকবার্তায় ডা. আলমিনা দেওয়ান মিশুর আত্মার মাগফিরাত কামনা এবং একইসঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

ডা. দেওয়ান আলমিনা মিশু ময়মনসিংহ মেডিকেল কলেজের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) গাইনি অ্যান্ড অবস বিভাগে রেসিডেন্ট (৩৯ ব্যাচ) হিসেবে অধ্যয়নরত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
আরকেআর/এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।