ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত রোগীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
বুধবার (৮ জানুয়ারি) বিএসএমএমইউর কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত রোগীদের মাঝে দাবা, লুডুসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার গণ-অভ্যুত্থানে আহত রোগীদের মাঝে বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের সঙ্গে খেলাধুলায় অংশ নেন।
এ সময় বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল, অতিরিক্ত দায়িত্ব) ডা. হাসনাত আহসান সুমন, সহকারী পরিচালক মো. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রোগীরা যেন মানসিকভাবে স্বস্তিতে থাকেন এবং খেলাধুলা ও বিনোদনের মাঝে ভালোভাবে সময় কাটাতে পারেন সেজন্য বিএসএমএমইউ প্রশাসন এ উদ্যোগ নিয়েছে বলে জানা যায়।
এতে বিএসএমএমইউতে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত রোগীরা কিছুটা হলেও তাদের ওপর ঘটে যাওয়া মেন্টাল ট্রমা থেকে মুক্ত থাকবেন। বর্তমানে অত্র বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহতদের মধ্যে ২৮ জন চিকিৎসাধীন।
এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম কেবিন ব্লকের চারতলার প্রতিটি কক্ষে গিয়ে আহত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। উপাচার্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত সব রোগীদের আন্তরিকতার সঙ্গে সর্বাধুনিক উন্নত চিকিৎসা দেওয়াসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
আরকেআর/আরবি