ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ফরিদপুরে তিন সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ১১ জনের

হারুন-অর-রশীদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
ফরিদপুরে তিন সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ১১ জনের

ফরিদপুর: ফরিদপুরে প্রতিদিনই হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

গত তিন সপ্তাহে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে। গত মাসের ২১ জুলাই ফরিদপুরে প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।

ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে মারা যাওয়া ১১ জনের মধ্যে ফরিদপুরের পাঁচজন, রাজবাড়ীর চার এবং মাদারীপুর ও মাগুরার একজন করে রোগী আছেন।

এদিকে শনিবার (১২ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৯ জন রোগী। এ নিয়ে জানুয়ারি থেকে আজ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৫৯ জন। এর মধ্যে ২ হাজার ১৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪১০ জন।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ১০৯ জন ডেঙ্গু রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৪, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৮, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৮, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৬, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৭, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০২ ও ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ৪১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সবচেয়ে বেশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ২০৪ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪১, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ ও ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, ফরিদপুরে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাইতো স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ ও মশা নিধন অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।