ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রামুর গর্জনীয়ায় ২৮৬ জনকে ফ্রি চিকিৎসা দিল সোশ্যাল এইড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
রামুর গর্জনীয়ায় ২৮৬ জনকে ফ্রি চিকিৎসা দিল সোশ্যাল এইড 

কক্সবাজার: কক্সবাজারের রামুর পিছিয়ে পড়া গর্জনীয়া ইউনিয়নে ২৮৬ জন দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল এইড।

শুক্রবার গর্জনীয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ফ্রি স্বাস্থ্য ক্যাম্প কর্মসূচির  আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গর্জনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল, বেসরকারি উন্নয়ন সংস্থা স্যোশাল এইডের চেয়ারম্যান প্রসূন কুমার বড়ুয়া, স্যোশাল এইড এর প্রোগ্রাম ম্যানেজার এম নাছির উদ্দিন, শিক্ষানুরাগী ও ফ্রি মেডিকেল  ক্যাম্পের সমন্বয়ক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন সাহেদ ও গর্জনিয়া ইউনিয়নের সচিব আবুল কাশেম।  

দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ২৮৬ জন অসহায় মানুষকে ওষুধসহ চিকিৎসা সেবা দিয়েছেন।  

সবশেষে  মানবতাবাদী বেসরকারি উন্নয়ন সংস্থা স্যোশাল এইড শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগে গর্জনিয়া বাসীর পাশে থাকায় সংস্থার চেয়ারম্যান ও কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক  তুলে দেন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল ও নাজের নুর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ মহিবুল্লাহ চৌধুরী জিল্লু।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩ 
এসবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।