ঢাকা: স্বৈরাচারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের চিকিৎসা দেবেন দেশি ও বিদেশি চক্ষু বিশেষজ্ঞরা।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের জন্য ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিদেশি এবং দেশি চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যাদের বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন, আন্দোলনে আহত সেসব চক্ষু রোগীদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এ যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ নাম্বার ০১৭১৭৫৪৫৮৩৯, ০১৯৯৮৫৪৬৮৮৮, ০১৭১৭৪৮৭৮০৭
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
আরকেআর/জেএইচ