ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মে ২০, ২০১৪
বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অবস্থায় ইন্টার্ন নার্সদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নার্সিং কলেজে ক্যম্পাসে কালো ব্যাচ ধারণ করে এ বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।



কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে মিছিলটি পুরো শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে।

বিক্ষোভকারীরা জানায়, সিলেট নার্সিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র-ছাত্রীদের পিটিয়ে আহত করেছে ওসমানী মেডিকেল কলেজের কয়েকজন ইন্টার্ন চিকিৎসক।

তারা জানায়, ঘটনার পরের দিন হামলাকারীরা নার্সদের বিরুদ্ধে হুমকিস্বরূপ স্লোগান দেয় ও নার্সি কলেজের ছাত্রী হল ঘেরাও করে। যা দেশের সব নার্সের জন্য চরম অপমানজনক। এ ধরনের আচরণের প্রতিবাদে বরিশালেও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মে ২০, ২০১৪      


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।