ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতাল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুন ১, ২০১৪
ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতাল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: বকেয়া ৯ মাসের বেতনের দাবিতে বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

রোববার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের কর্মবিরতি চলাকালে এ কর্মসূচী পালন করে।



স্বাস্থ্যসেবা হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় বক্তব্য রাখেন- ডা. নূর আলম মণ্ডল, মঞ্জুরুল ইসলাম, সারোয়ার হোসেন প্রমুখ।

কর্মবিরতির ফলে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচালিত এ হাসপাতালের ১২৬ জন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী গত ৯ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।