ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

স্বাস্থ্যখাতের বাজেট বরাদ্দে সন্ত‍ুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জুন ৪, ২০১৪
স্বাস্থ্যখাতের বাজেট বরাদ্দে সন্ত‍ুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: স্বাস্থ্যখাতের বাজেট বরাদ্দে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণার একদিন আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নাসিম।


 
অর্থমন্ত্রীকে সম্মত করতে পেরেছি দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে এবার ১০ শতাংশের উপরে বাজেট বাড়ছে। আগামী বছর ডাবল (দ্বিগুণ) হয়ে যাবে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত স্বাস্থ্যসচিব এমএন নিয়াজ উদ্দিন জানান, গত বছর স্বাস্থ্যখাতে বাজেট ছিল ৯ হাজার কোটি টাকা, এবার ১১ হাজার কোটি এবং আগামী বছর প্রায় ১৯ হাজার কোটি টাকার বাজেট হবে।
 
জাতীয় বাজেটের পরিধির সঙ্গে স্বাস্থ্যখাতের বাজেটেরও পরিধি বাড়ছে, তাহলে কি স্বাস্থ্যখাতে বাজেট আগের মতোই- এটাই লিখব? প্রশ্ন রাখেন উপস্থিত সাংবাদিকরা। ‘বাজেট নিয়ে আরও বেশি করে লেখেন’ জবাব দেন স্বাস্থ্যসচিব।
 
স্বাস্থ্যখাতে নির্দিষ্ট কত বাজেট বাড়ছে- মন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে নাসিম বলেন, আমি সন্তুষ্ট (বাজেটে) নই। স্বাস্থ্যখাতে আরও বাজেট বাড়ানো হোক।
 
স্বাস্থ্যসচিব বলেন, মাননীয় মন্ত্রীর নেতৃত্বে এবার বাজেট বাড়তে সক্ষম হয়েছি, আগামীতে আরও বাড়বে।
 
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুন ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।