ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রাঙামাটি মেডিকেল কলেজে ক্লাস শুরু জানুয়ারিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
রাঙামাটি মেডিকেল কলেজে ক্লাস শুরু জানুয়ারিতে ছবি: প্রতীকী

ঢাকা: রাঙামাটি মেডিকেল কলেজে আগামী বছরের ১০ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। এ লক্ষ্যে অবকাঠামো নির্মাণসহ শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।



প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী রাঙামাটিতে মেডিকেল কলেজ স্থাপনে সরকারের উদ্যোগের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিনসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইতোমধ্যে কলেজের অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী শিগগিরই রাঙামাটি মেডিকেল কলেজ প্রকল্পের কাজ শুরু করতে একজন প্রকল্প পরিচালক নিয়োগের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।