ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দ্রুত তামাক নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়নের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪
দ্রুত তামাক নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়নের আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা পাস করতে বিলম্ব হওয়ায় উৎকন্ঠা প্রকাশ করে, তামাক কোম্পানির অপচেষ্টা বন্ধ ও আইন বাস্তবায়ন করতে দ্রুত বিধিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে তামাক বিরোধী বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় খুলনার দৌলতপুর বাস স্টান্ডের মোড়ে এক অবস্থান কর্মসূচিতে এ আহ্বানজানানো হয়।



বাংলাদেশ তামাক বিরোধী জোটসহ মোট ১৪ সংগঠন এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।

কর্মসূচিতে জানানো হয়, দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা পাস না হওয়ায় তামাক কোম্পানিগুলোর প্রতারণামূলক অনেক কার্যক্রমই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আইনভঙ্গ করে তারা ব্যবসা প্রসারের জন্য বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালাচ্ছে। এ অবস্থায় তামাক নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন প্রয়োজনীয় হয়ে পরেছে।

দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা প্রণয়নের দাবিতে তামাক বিরোধী সংগঠন এইড, সিয়াম, নাইস ফাউন্ডেশন, সবুজছায়া, সুবাস, যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বিএনসিসি, উইস, নাগরিক ফোরাম, বাংলাদেশ তামাক বিরোধী জোটের নেতা, সাধারণ ছাত্রছাত্রী, জনসাধারণ এ কর্মসূচিতে অংশ নেয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- সিয়ামের নির্বাহী পরিচালক মো. মাছুম বিল্লাহ, বি এল কলেজের অধ্যাপক মো. মফিজুল ইসলাম, সহকারি অধ্যাপক তাপস কান্তি সমাদ্দার, আশিষ কুমার মন্ডল, মো. রেজাউল করিম খান, নাগরিক ফোরামের নেতা ওয়াজেদ আলী মজনু, নাইস ফাউন্ডেশনের মির্জা তাহমিনা আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।