ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

মানিকগঞ্জে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ে গোলটেবিল বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
মানিকগঞ্জে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ে গোলটেবিল বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ, মানিকগঞ্জ প্রেসক্লাব ও ব্র্যাকের আয়োজনে সিভিল সার্জনের কার্য্যলয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



সিভিল সার্জন ডা. এটিএম মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস।

এ সময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, ব্র্যাকের জেলা প্রতিনিধি আবু জাফর প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে যক্ষ্মা বিষয়ক মূল প্রবন্ধ পাঠ করেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. বিকাশ চন্দ্র তরফদার।

বৈঠকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন জিও এবং এনজিওর প্রতিনিধিরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।