ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

আন্তর্জাতিক মেডিসিন জার্নালের এডিটোরিয়াল বোর্ডে ডা. আজিজ

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
আন্তর্জাতিক মেডিসিন জার্নালের এডিটোরিয়াল বোর্ডে ডা. আজিজ ডা. মোহাম্মদ আজিজুর রহমান

ঢাকা: বাংলাদেশ থেকে জার্নাল অব পালমোনারি অ্যান্ড রেসপাইরেটোরি মেডিসিনের এডিটোরিয়াল বোর্ডের মেম্বার নির্বাচিত হয়েছেন এমএইচ শমরিতা হ‍াসপাতাল ও মেডিকেল কলেজের রেসপাইরেটোরি মেডিসেন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আজিজুর রহমান।

এর মাধ্যমে শ্বাসতন্ত্র সংক্রান্ত রোগ এবং এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আরও বেশি জানার সুযোগ পাওয়া যাবে।

ফলে দেশের মানুষের জন্য উন্নত সেবার দরজা আরও প্রস‍ারিত হবে।

মোহাম্মদ আজিজুর রহমান বাংলানিউজের সঙ্গে আলাপকালে এসব কথা জানান।

পালমোনারি অ্যান্ড রেসপাইরেটোরি মেডিসিন জার্নালের লক্ষ্য সম্পূর্ণ এবং নির্ভযোগ্য সূত্রের তথ্য, গবেষণা প্রতিবেদন, সাম্প্রতিক সময়ের বিশ্বব্যাপী চিকিৎসা
পদ্ধতি সম্পর্কিত অগ্রগতির খবর প্রকাশ ও চিকিৎসকদের একত্রিত করে দ্রুত যোগাযোগ নিশ্চিত করা।

এখানে পালমোনোলজি, রেসপাইরেটোরি মেডিসিন, থোরাসিক সার্জারি, লাঙ ডিজিজ (ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ, অ্যাকিউট লাঙ ইঞ্জুরি, অ্যাকিউট রেসপাইরেটোরি থেরাপি) ইত্যাদি সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টম্বর ০৬, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।