ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

স্বাস্থ্যকর্মীদের পদমর্যাদা বাড়ানোর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
স্বাস্থ্যকর্মীদের পদমর্যাদা বাড়ানোর দাবি ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাঠপর্যায়ে সহকারী স্বাস্থ্যকর্মীদের পদমর্যাদা বাড়নোর দাবি জানিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলরুমে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।



স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, ১৯৮৫ সালে ১৫ আগস্ট স্বাস্থ্য সেক্টরে একটি ‘বিতর্কিত’ নিয়োগ বিধি প্রণয়ন করা হয়। সেই নিয়োগ বিধিতে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের জন্য ষষ্ঠ, সপ্তম পদ মর্যাদার স্থলে ১৪, ১৫ এবং ১৬তম গ্রেড দিয়ে ২৬ হাজার ৬’শ জনবল বহাল রাখা হয়।

তিনি বলেন, বর্তমানে আগের চেয়ে দেশের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হলেও প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়নি। এসব কর্মীরা ২৮ বছরেও পদোন্নতিসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে।

 এ সময় স্বাস্থ্যকর্মীদের জন্য স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করে তাদের পদ মর্যাদা বাড়ানোর আহ্বানও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান পান্না, সদস্য নাজমা আক্তার, জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এফবি/এসইউজে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।