ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

কীটনাশকে ক্ষতিগ্রস্ত গ্রামীণ নারী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
কীটনাশকে ক্ষতিগ্রস্ত গ্রামীণ নারী

ঢাকা: কৃষিতে কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার নারীদের স্বাস্থ্য ঝুকিঁতে ফেলছে। এর মধ্যে ৯৯ শতাংশ গ্রামীণ নারী।

কারণ তারাই কীটনাশক মিশ্রণ ও সংরক্ষণের প্রধান কাজগুলো করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মলনে একথা জানান দিবস উদযাপন কমিটির সভাপতি শামীমা আক্তার।

তিনি বলেন, একজন নারী যখন গর্ভধারণ করেন, তখন তার শরীরে নতুন কিছু প্রাকৃতিক বিষয় তৈরি হয়। কীটনাশকের ফলে সে প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়। এমনকি গর্ভের সন্তান নষ্টও হয়ে যেতে পারে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি এলাকার কীটনাশক ব্যবহারকারী কৃষকের মধ্যে ৩০ শতাংশ কীটনাশক ব্যবহারের সময় জ্বালাপোড়ায় ভোগেন, ২৮ শতাংশ কৃষক ভোগেন শ্বাসকষ্টে, ১৭ শতাংশ কৃষক চুলকানিতে এবং ১৩ শতাংশ কৃষক চোখের নানা সমস্যায় ভোগেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, কমিটির সম্পাদক উর্মি আক্তার, মোস্তফা কামাল আখন্দ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।