ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে বিকেলেও নিউরোসার্জারি বিভাগের বিশেষায়িত (বিশেষজ্ঞ চিকিৎসাসেবা) সেবা পাওয়া যাবে।
রোগীরা টিকিট কেটে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন।
শনিবার (২ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বর্হিবিভাগ ২ নম্বর ভবনে ফিতা কেটে উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ইন্টারন্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুর রহিম, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত, ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শামসুন নাহার, কার্ডিয়াক সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আফতাব উদ্দিন, নিউরোসার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম আফজাল হোসেন, শিশু কিডনি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম মাঈনুদ্দীন, পরিচালক (হাসপাতাল) ব্রি. জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, পরিচালক (অর্থ ও হিসাব) ছিদ্দিকুর রহমান ভূঁঞা, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. এটিএম মোশারেফ হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন প্রমুখ।
বিএসএমএমইউ’র সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার এসব তথ্য জানান।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এটি