ঢাকা: প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং সঠিক সেবা যত্ন পেলে প্রতিবন্ধীরাও সমাজের জন্য অনেক কিছু করতে পারে। তারাও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শনিবার (০২ এপ্রিল) বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি নিউট্রিশন অ্যান্ড অটিজম রিসার্চ সেন্টার সোসাইটির (নার্ক) উদ্যোগে ‘লাইট ইট আপ ব্লু ক্যাম্পেইন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, অটিস্টিক শিশুদের জন্য প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল যে জনহিতৈষী কাজ করে যাচ্ছেন তা বিশ্বব্যাপী প্রশংসনীয়। শেখ হাসিনাও প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন।
তিনি বলেন, বাজেট প্রণয়নের সময় প্রতিবন্ধীদের বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে তাদের জন্য বরাদ্দ আরও বাড়ালে দেশ গঠনে তারাও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে।
এসব কর্মকাণ্ডে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরে মানিক মিয়া এভিনিউয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রায় অংশ নেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এসএম/এমএ